ভেন্টিলেটর দিয়ে বন্দি ও স্বজনের ঝুঁকিপূর্ণ সাক্ষাৎ

চট্টগ্রাম আদালতের হাজতখানা ‘নিয়মতান্ত্রিক উপায়ে সাক্ষাতের সুযোগ থাকা উচিত’

হাবীবুর রহমান | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত পাড়ায় থাকা মহানগর হাজতখানার বন্দিদের সঙ্গে স্বজনদের দেয়ালের সাথে ঝুলে ভেন্টিলেটর দিয়ে কথা বলার চেষ্টার চিত্র যেন একটি নিয়মিত দৃশ্যই। ঝুঁকি নিয়ে এমন সাক্ষাতের ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। গত নভেম্বরে এমন এক সাক্ষাতকে কেন্দ্র করে এক আসামির আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পর্যন্ত দিতে হয়েছিল। কিন্তু রোগ রোগই রয়ে গেলে। হাজতখানার দেয়ালের সাথে ঝুলে ভেন্টিলেটর দিয়ে আসামিস্বজনের এ সাক্ষাৎ কার্যক্রম বন্ধ হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, দেয়ালের সাথে ঝুলে থেকে ভেন্টিলেটর দিয়ে আসামিস্বজনের এ সাক্ষাৎ অমানবিক। আসামি মানেই অপরাধী না। আর অপরাধী হলেও কারো সাথে অমানবিক কাজ করতে হবে সেটা তো না। আদালতের মতো মানবিক জায়গায় চলমান এ অমানবিক কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারাগারে আসামির সাথে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা রয়েছে। জেল কোড অনুযায়ী সেটি হয়ে থাকে। আদালতের হাজতখানাতেও সাক্ষাতের সুযোগ থাকা উচিৎ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, হাজতখানায় অন্যায়ভাবে সাক্ষাতের ব্যবস্থা আছে। কিন্তু বৈধভাবে এটির ব্যবস্থা নেই। বৈধভাবে রেশনিং করে আসামিস্বজনের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। তবে কোনো খাবারদাবার দেওয়া যাবে না। খাবারদাবারের বিষয়টি আবার নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে।

আসামির সাথে মানবিক আচরণ করতে হবে জানিয়ে তিনি বলেন, দেয়ালের সাথে ঝুলে থেকে আসামির সাথে স্বজনরা সাক্ষাৎ করবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কাজ সম্পূর্ণভাবে অমানবিক। নিঃস্ব, গরীব স্বজনরা তো অন্যভাবে হাজতখানায় প্রবেশ করে আসামির সাথে সাক্ষাৎ করতে পারেন না। তাই বাধ্য হয়ে হাজতখানার দেয়ালের সাথে ঝুলে সেখানে থাকা ভেন্টিলেটর দিয়ে ছিল্লাছিল্লি এবং ইশারায় কথা বলেন। হাজতখানার দেয়ালের সাথে ঝুলে ভেন্টিলেটর দিয়ে আসামিস্বজনের কথোপকথন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, হাজতখানার সামনে দিয়ে চলাফেরার সময় প্রায়ই এ ঘটনা চোখে পড়ছে। এ পন্থায় সাক্ষাতে ঝুঁকি রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আশা করছি, সংশ্লিষ্টরা বিষয়টি নজরে নেবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন।

চট্টগ্রাম মহানগর হাজতখানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিন আলম। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তার স্থলে দায়িত্ব পালন করছেন বিকাশ চন্দ্র সাহা। গত বৃহস্পতিবার বিকাশ চন্দ্র সাহা দৈনিক আজাদীকে বলেন, ওসি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। আমিও নতুন। দেয়ালের সাথে ঝুলে ভেন্টিলেটর দিয়ে আসামিস্বজনের সাক্ষাতের বিষয়টি নজরে রয়েছে আমাদের। আমরা বিষয়টির সুরাহা করব। আমরা হাজতখানার সামনে দুজন পুলিশ সদস্য মোতায়েন করব। যাতে করে দেয়ালের সাথে ঝুলে ভেন্টিলেটর দিয়ে আসামিস্বজনের সাক্ষাৎ না ঘটে। আশা করছি, আর এ ঘটনার পুনরাবৃত্তি হবে না।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাজতখানায় এক আসামির আহত হওয়ার ঘটনা ঘটে। তার নাম মোহাম্মদ রানা। জয়নাল নামের অপর একজন আসামিকে লাথি মারতে গিয়ে তিনি আহত হয়েছিলেন। দুজনই নগরীর কোতোয়ালী থানার পৃথক দুটি মামলার আসামি। আদালতে হাজিরা দিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে হাজতখানায় আনা হয়েছিল। এ বিষয়ে তখন নগর পুলিশের প্রসিকিউশন থেকে বলা হয়েছিল, আদালতের হাজতখানায় থাকা জানালা বা ভেন্টিলেটর দিয়ে স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন জয়নাল। এতে রানার ডিস্টার্ব হচ্ছিল। এ জন্য তিনি জয়নালকে লাথি মারার চেষ্টা করেন। কিন্তু জয়নাল সরে পড়লে রানার লাথি গিয়ে দেয়াল বা অন্যত্র পড়ে। এতে রানা আহত হয়েছেন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জানুয়ারি থেকে
পরবর্তী নিবন্ধনিয়মিত ড্রেজিং, তবুও ভরাট হচ্ছে কর্ণফুলী