বাতাসে বইছে প্রেম আর সেই প্রেমে ভাসছেন গলফ দুনিয়ায় জনপ্রিয় ব্যক্তিত্ব টাইগার উডস। তার প্রেমিকা ভেনেসা ট্রাম্প, যিনি এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। ১৫ বার গলফ জয়ী টাইগার উডস ৯০ দশকের সেরা গলফার হিসেবেই পরিচিত। যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল তার।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর, ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে অনেক দিন ধরেই প্রেমে সম্পর্কে রয়েছেন টাইগার। গত কয়েকদিন ধরে তাদের বিয়ের খবর বাতাসে ভেসে বেড়াচ্ছিল। খবরটি যে অসত্য নয়, সেটি নিশ্চিত করেছেন টাইগার। নিশ্চিত করেছেন, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক স্ত্রী ভেনেসার সঙ্গে সম্পর্ক আছে তার। তাছাড়া নিজের এঙ অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেছেন টাইগার উডস। একটিতে দেখা যায় ভেনেসার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনি। অপর ছবিতে তাদের শুয়ে থাকতে দেখা যায়। খবর বাংলানিউজের।
ছবির ক্যাপশনে টাইগার লিখেছেন, বাতাসে শুধুই ভালোবাসা। আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমরা এক সঙ্গে জীবনে নতুন পথ চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সময়ে আমাদের প্রিয়জনদের অনুরোধ করব গোপনীয়তা বজায় রাখতে।












