ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানো নিয়ে মনস্থির করে ফেলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহে উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে কয়েক দফায় ব্রিফ করা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হওয়ার পর তিনি এমন ইঙ্গিত দিলেন।
চারটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–কে জানিয়েছে, কর্মকর্তারা চলতি সপ্তাহে ভেনেজুয়েলার ভেতরে সামরিক অভিযান চালানোর বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে জোরাল অভিযান শুরু করলে কী ঝুঁকি এবং কী লাভ হতে পারে তা ট্রাম্প ভেবে দেখার মধ্যে কর্মকর্তারা এই ব্রিফিং দেন। খবর বিডিনিউজের।












