ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা। প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার কাছাকাছি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান পদক্ষেপের মুখে শনিবার হুঁশিয়ারি জানিয়েছেন লুলা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা ও দেশটির জলসীমায় প্রবেশ করতে যাওয়া নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল ট্যাঙ্কারগুলো ‘অবরোধ’ করার আদেশ দিয়েছেন। রয়টার্স লিখেছে, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ আরও বাড়াতে দেশটির আয়ের প্রধান উৎসকে লক্ষ্যস্থল করে সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
উত্তেজনা বাড়তে থাকার মধ্যে লাতিন আমেরিকার দুই বৃহত্তম অর্থনীতি ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্ট লুলা ও ক্লাউদিয়া শিনবাউম ইতোমধ্যে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।












