ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হলেন ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেস

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

 

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসেরই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করা উচিত। খবর বিডিনিউজের।

রদ্রিগেস যুক্তরাষ্ট্রের হাতে আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। রয়টার্স জানিয়েছে, নিজেদের মতামতে সর্বোচ্চ আদালত বলেছে, প্রশাসনিক ধারাবাহিকতা ও দেশের সর্বাঙ্গীণ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য রদ্রিগেসকে এই অবস্থানে বসানো গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের জোরপূর্বক অনুপস্থিতির মুখে রাষ্ট্রের,সরকারি প্রশাসনের ধারাবাহিকতা এবং সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রযোজ্য আইন কাঠামো নির্ধারণ করতে আদালত বিষয়টি নিয়ে বিতর্ক করবে। বর্তমানে ৫৬ বছর বয়সী রদ্রিগেস ২০১৮ সালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হন। ওই সময় সামাজিক মাধ্যম এক্স এ তার নিয়োগের কথা ঘোষণা করে মাদুরো বলেছিলেন, তিনি একজন তরুণ নারী, সাহসী, অভিজ্ঞ। একজন শহীদের কন্যা, বিপ্লবী এবং হাজারো লড়াইয়ে পরীক্ষিত। কারাকাসের স্থানীয় বাসিন্দা রদ্রিগেসের জন্ম ১৯৬৯ সালের ১৮ মে। তিনি বামপন্থি গেরিলা যোদ্ধা হোর্হে আন্তোনিও রদ্রিগেসের কন্যা।

আন্তোনিও রদ্রিগেস ১৯৭০ এর দশকে বিপ্লবী দল লিগা স্যোশিয়ালিস্তা প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা ডেলসি ভেনেজুয়েলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইনের গ্রাজুয়েট। গত এক দশকে রাজনৈতিক অঙ্গণে তার দ্রুত উত্থান হয়। তার ভাই হোর্হে রদ্রিগেস ভেনেজুয়েলার জাতীয় আইন পরিষদের প্রধান। ডেলসি রদ্রিগেস ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ভেনেজুয়েলা সরকারে অর্থমন্ত্রী ও তেলমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএআইয়ের প্রভাবে ইউরোপের ব্যাংকিং খাতে ২ লাখ ছাঁটাইয়ের ঝুঁকি
পরবর্তী নিবন্ধপশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ডনরো মতবাদ কী?