নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি টানবেন টাইগারদের স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরির। এদিকে তার সঙ্গে নতুন করে চুক্তিও নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গত কারণেই তার বিকল্প খুঁজতে হচ্ছে টাইগার ক্রিকেট প্রশাসনকে। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে একশ দিন কাজ করবেন ভেট্টোরি। বিসিবি’র সঙ্গে এমন একটি চুক্তি করেছিলেন সাবেক নিউজিল্যান্ড দলপতি। সেই একশ দিনের ৬০ দিন ইতোমধ্যেই শেষ হয়েছে। বাকি আছে ৪০ দিন। যা আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শেষ হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে সাকিব, তাইজুলদের নতুন কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে।