সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে চলমান এই টুর্নামেন্টের খেলাসমূহ দলীয় সপ্তাহব্যাপী শোক দিবস পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন।
তিনি জানান, পরবর্তীতে মাঠ পাওয়া সাপেক্ষে খেলার পরিবর্তীত তারিখ জানিয়ে দেওয়া হবে।









