চট্টগ্রাম জার্নালিস্ট স্পোর্টস ক্লাব আয়োজিত কে এম এজেন্সী ভেটারেন ফুটবল টুর্নামেন্টে আজ বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে৷
এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল ৩ টার প্রথম খেলায় চকবাজার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মোহরা ভেটারেন ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন আবু বক্কর। ম্যাচ সেরা আবু বক্করের হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইফুল্লাহ মনসুর।
বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন ২-১ গোলে চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দলের পারভেজ ২ টি গোল করেন। বিজিত দলের সেলিম আহমেদ গোল করেন। এ খেলায় ম্যাচ সেরা পারভেজের হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম।
কাল টুর্নামেন্টের কোন খেলা নেই।