ভেটারেন ফুটবল টুর্নামেন্ট ১২ জানুয়ারি শুরু

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ

চিটাগং জার্নালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত এবং কে এম এজেন্সির আর্থিক পৃষ্ঠপোষকতায় ৪র্থ কে এম এজেন্সি ভেটারেন ফুটবল টুর্নামেন্ট আগামী ১২ জানুয়ারি থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। এদিন বেলা আড়াইটায় উদ্বোধনী খেলায় ‘ক’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চিটাগং মাস্টার্স ক্লাব ও কামাল উদ্দিন স্মৃতি ভেটারেন ক্লাব মুখোমুখি হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে ‘খ’ গ্রুপে চান্দগাঁও খেলোয়াড় সমিতি ও ইউসুফ বলী স্মৃতি সংসদ প্রতিদ্বন্দ্বিতা করবে। এ উপলক্ষে ১২ টি দল নিয়ে এক প্রতিনিধি সভা গত বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চিটাগং জার্নালিস্টস স্পোর্টস ক্লাবের সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরীর পরিচালনায় সভায় ১২ টি দলকে লটারির মাধ্যমে ৪ টি গ্রুপে ভাগ করা হয়। এ সময় জার্নালিস্টস স্পোর্টস ক্লাবের সিনিয়র সদস্য জাকির হোসেন লুলু, এ জেড এম হায়দার ও সুলতান মাহমুদ সেলিম উপস্থিত ছিলেন। এতে ‘ক’ গ্রুপে রয়েছে, চিটাগং মাস্টার্স ক্লাব, ক্লাব ৯১ ও কামাল উদ্দিন স্মৃতি ভেটারেন ক্লাব, ‘খ’ গ্রুপে চান্দগাঁও খেলোয়াড় সমিতি, আব্দুল গনি কন্ট্রাকটার স্মৃতি সংসদ ও ইউসুফ বলী স্মৃতি সংসদ, ‘গ’ গ্রুপে চকবাজার স্পোর্টিং ক্লাব, সবুজ সংঘ ও মোহরা ভেটারেন ফুটবল ক্লাব এবং ‘ঘ’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্র, জনতা ও বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন।

পূর্ববর্তী নিবন্ধবিরতি ভেঙে ফিরছেন চাঁদনী
পরবর্তী নিবন্ধফেডারেশন কাপে আবাহনী রহমতগঞ্জ ফাইনাল আজ