ভেটারেন ফুটবল টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ্ব) ফুটবল টুর্নামেন্ট জানুয়ারি ২০২২ এর প্রথম সপ্তাহে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। এবারের টুর্নামেন্টে বৃহত্তর চট্টগ্রামের (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) চল্লিশোর্ধ্ব ফুটবলাররা অংশগ্রহণ করতে পারবেন। তবে সাম্প্রতিক লিগ বা জেলা দলে খেলা ফুটবলাররা (রানিং প্লেয়ার) খেলতে পারবেন না। অংশগ্রহণে আগ্রহী দলসমূহকে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ৪,০০০ টাকা এন্ট্রি ফিসহ অংশগ্রহণের আবেদন পত্র সিজেএসসি সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু অথবা সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্‌ চৌধুরীর কাছে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের পুরষ্কার এবং প্রাইজমানির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। সীমিত সংখ্যক টিম নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিধায় আগে যারা এন্ট্রি করবে তাদের আবেদন অগ্রাধিকার পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাগবি রেফারীজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন