ভেটারেন ফুটবলে বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন ও সবুজ সংঘ জয়ী

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত কেএম এজেন্সি ভেটারেন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ লিগ ম্যাচে তারা ৩-২ গোলে জনতাকে পরাজিত করে। বিজয়ী দলের গোবিন্দ, পারভেজ ও মাসুদ প্রত্যেকে ১টি করে গোল করেন। জনতার পক্ষে জিটু একাই গোল দু’টি করেন। টানা দুই ম্যাচে জয়ী হয়ে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়ার সুবাদে বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকেট অর্জন করেছে। ম্যাচসেরা মাসুদ এর হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর নূরুন্নবী লিটন।
দিনের অপর ম্যাচে সবুজ সংঘ বাবলুর দেয়া জোড়া ২-০ গোলে মোহরা ভেটারেন ফুটবল ক্লাবকে পরাজিত করে। ম্যাচসেরা বাবলুর হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম। আজ দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ফাতেমা মালদ্বীপ নারী ক্রিকেট দলের কোচ
পরবর্তী নিবন্ধআ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবলের কো. ফাইনালে নেমা একাডেমি