ভেটারেন ফুটবলে আগ্রাবাদ প্রভাত ক্লাবের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের গতকাল বৃহস্পতিবার গ্রুপ-‘ক’ এর দুটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আগ্রাবাদ প্রভাত ক্লাব ৮-২ গোলের বড় ব্যবধানে টুয়েন্টি ইভেন্টস গ্রুপকে পরাজিত করে। এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল বিজয়ী দলের পারভেজের হ্যাট্রিক। তিনি ৪টি গোল করেন। এছাড়া আহসান হাবীব ২টি, প্রদীপ এবং হেলাল ১টি করে গোল দেন। টুয়েন্টি ইভেন্টস গ্রুপের সালাউদ্দিন পেনাল্টি থেকে ১টি এবং মো. আনিস ১টি গোল করেন। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের পারভেজ। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য নাসির মিয়া।
বিকাল ৪টায় অনুষ্ঠিত দিনের অপর খেলায় চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এবং সিএস স্পোর্টস গোলশূন্য ড্র করে। উত্তেজনাপূর্ণ এ খেলায় দু’দল গোলের সুযোগ সৃষ্টি করলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয়। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিএস স্পোর্টসের বিটু রাজ। তার হাতে ক্রেষ্ট তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী স্বপন। আজ টুর্নামেন্টের কোন খেলা নেই। শনিবার থেকে আবার খেলা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মহিলা প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধসাকিব ফেরায় উচ্ছ্বসিত সতীর্থরা