ভেটারেন ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ও সিএস স্পোর্টস

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এবং সিএস স্পোর্টস। গতকাল রোববার গ্রুপ-‘ক’ এর দুটি গুরুত্বপূর্ণ খেলায় ঐ দুই দল জয়লাভ করে। ফলে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন এবং সিএস স্পোর্টস গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ৭ পয়েন্ট এবং সিএস স্পোর্টস ৫ পয়েন্ট পায়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সিএস স্পোর্টস ১০-০ গোলের সহজ জয় পায় অপেক্ষাকৃত দুর্বল টুয়েন্টি ইভেন্টস গ্রুপের বিপক্ষে। বিজয়ী দলের অধিনায়ক লিয়াকত আলী জসিম একাই ৬ গোল করে ডবল হ্যাট্রিক অর্জন করেন। হ্যাট্রিকের দেখা পান বিটুরাজও। ৩টি গোল করেন তিনি। বাকি গোলটি করেন হেলাল। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন লিয়াকত আলী জসিম। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ১-০ গোলে আগ্রাবাদ প্রভাত ক্লাবকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দু’দলই গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ হারায়। খেলার দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের একরাম আফসার একমাত্র গোলটি করেন। পরে তিনিই ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। আজ টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে মর্নিং ফিটনেস জোন এবং ভোরের সাথী (বিকাল-২.৪৫টা)। দ্বিতীয় খেলায় অংশ নেবে চান্দগাঁও খেলোয়াড় সমিতি এবং চকবাজার স্পোর্টিং ক্লাব (বিকাল-৩.৪৫টা)। দুটি খেলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া মহিলা ফুটবল একাডেমি গঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির পুরস্কার বিতরণ