ভেটারেন ফুটবলের ফাইনালে মর্নিং ফিটনেস

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মর্নিং ফিটনেস জোন। আগামী ৭ নভেম্বর শনিবার টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় তারা খেলবে অপর ফাইনালিষ্ট চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের বিরুদ্ধে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মর্নিং ফিটনেস জোন ৬-১ গোলের ব্যবধানে সিএস স্পোর্টসকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল আবুলের দেয়া গোলে ১-০ গোলে এগিয়েছিল। এ অর্ধে সিএস স্পোর্টসের আনোয়ার লাল কার্ড দেখলে তারা ৮ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে মর্নিং ফিটনেস জোন আরো ৫টি গোলের দেখা পায়। দলের মোজাম্মেল ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করেন।
আবুল তার দ্বিতীয় গোল পূর্ণ করেন। অপর গোলটি করেন মিজান। সিএস স্পোর্টসের আমিন পেনাল্টিতে ১টি গোল পরিশোধ করেন। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মর্নিং ফিটনেস জোনের মোজাম্মেল। তার হাতে ক্রেষ্ট তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান কে এম এজেন্সীর স্বত্ত্বাধিকারী এবং সাবেক কৃতি ফুটবলার মশিউল আলম স্বপন । চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এবং মর্নিং ফিটনেস জোনের মধ্যকার ভেটারেন ফুটবল টুর্নামেন্টের ফাইনালটি আগামীকাল ৭ নভেম্বর শনিবার বিকাল ৩.৩০টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব-সীতাকুন্ড প্রেস ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ আজ
পরবর্তী নিবন্ধঢাকায় পৌঁছে গেছে নেপাল ফুটবল দল