চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা ৪-১ গোলের ব্যবধানে চকবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। এ সময় কর্নার থেকে দৌলত গোল করেন। দ্বিতীয়ার্ধে মাস্টার্স বেশ চড়াও হয়ে খেলে। কিছু গোল মিস্্ করলেও তারা আরো তিনটি গোল আদায় করে নিতে সক্ষম হয়। গোলগুলো করেন মাস্টার্সের ফেরদৌস,ফারুক এবং মনসুর। এর মধ্যে অনেক দূর থেকে নেওয়া শটে ফারুকের গোলটি ছিল দেখার মতো। খেলার শেষ দিকে বিজিত চকবাজার একটি গোল পরিশোধ করতে সমর্থ হয়। দলের সফিকুল ইসলাম গোলটি করেন। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের আসাদুর রহমান। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য এবং সিডিএফএ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে মর্নিং ফিটনেস জোন এবং সিএস স্পোর্টস। বিকাল ৩.৩০টায় এ খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।