বৃষ্টি এলো কদম ফুলের
মিষ্টি সুবাস ভাসে,
বৃষ্টির ফোঁটা মুক্তোর মত
লেপ্টে থাকে ঘাসে।
ভেজা কদম ফুলের ঘ্রাণে
মনটা উদাস হয়,
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
জলের ধারা বয়।
বৃষ্টি ভেজা কদম ফুলে
রূপের বাহার ছড়ায়,
বৃষ্টি ভেজা আষাঢ় মাসে
শান্তি নামে ধরায়।
শারমিন নাহার ঝর্ণা | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ