বিপুল পরিমাণ ভেজাল লুব্রিকেন্টস অয়েল’সহ ৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছে মোঃ রুহুল আমিন, মোঃ বেলায়েত হোসেন মিশু, মাকসুদুর রহমান পায়েল ও মোঃ রাসেল।
গতকাল পাঠানো সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই সদরঘাট থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের গ্যালনে থাকা ৯৬৬লিটার ভেজাল ইঞ্জিন লুব্রিকেন্টস অয়েল, ১৩৩ টি বিভিন্ন সাইজের খালি গ্যালন, ১১৬ টি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার, ৩৫০টি গ্যালনের ছিপি আটানোর স্টিকার , ১ টি ড্রাই ইলেকট্রিক মেশিন, ১টি ইলেকট্রিক সেলার মেশিন জব্দ করা হয়।
ধৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল এর খালি বোতলে ভেজাল ও নকল ইঞ্জিন ওয়েল মিশিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা–উপজেলায় সরবরাহ করে আসছিল।