নকল ভেজাল প্রতিরোধ ও এন্টিবায়োটিক যৌক্তিক ব্যবহারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এমন স্লোগানে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম ও বাকলিয়া থানা উপ-শাখা বিসিডিএসের উদ্যোগে এক সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিসিডিএসের কেন্দ্রীয় সহ-সভাপতি সমির কান্তি সিকদার। বিশেষ অতিথি ছিলেন ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন রাজু আকন্দ, বিসিডিএসের কেন্দ্রীয় পরিচালক আশিষ কুমার ভট্টাচার্য্য, বিসিডিএস জেলা শাখার সিনিয়র সদস্য বাবুল কান্তি লালা, নুরে আলম ছিদ্দিকী, বিক্রম দাশ, জয় প্রকাশ। বক্তব্য রাখেন এস এম নাজমুল হক, মোছাইমিনুল ইসলাম, সেকান্দর মানিক, মুখোশ বাবু, শিমুল চন্দ্র নাথ, হরিপদ শীল, সুজন চৌধুরী, সুজন দাশ, জিএম রাশেদ চৌধুরী, অমর চৌধুরী, সিকদার সুজন বাবু, অসিম দত্ত প্রমুখ। সভায় নকল ভেজাল ও এটিবায়োটিক অযৌক্তিক ব্যবহার প্রতিরোধে মাঠ পর্যায়ে ভূমিকা রাখায় মোহাম্মদ ইউনুছ, এসএম নাজমুল হক ও সেকান্দর মানিককে সম্মাননা প্রদান করা হয়।
সভায় সমির কান্তি সিকদার বলেন, ওষুধ আইন ২০২২ অচিরেই সংসদে পাশ হতে যাচ্ছে। কেউ নকল ওষুধ বিক্রি করলে জেল- জরিমানা উভয়ই হতে পারে। লাইসেন্স বিহীন ব্যবসা করা যাবে না। দোকানে অবশ্যই ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











