কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে ‘নিরাপদ ইফতারী ও রমজান করনীয়’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল ২১ মার্চ সাউথ এশিয়ান কলেজ হলরুমে ক্যাব চকবাজার থানার সভাপতি মোহাম্মদ আবদুল আলীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি এস এম নাজের হোসাইন।
উদ্বোধক ছিলেন গবেষক ডা. মো. মাহাফুজুর রহমান। প্রধান আলোচক হিসাবে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার সাবেরী। বিশেষ অতিথি ছিলেন এম এ হাশেম রাজু, জান্নাতুল ফেরদৌস, লায়ন সাজ্জাদ উদ্দীন, ওসমান জাহাঙ্গীর। আলোচনায় অংশ নেন, রাসেল উদ্দীন, মো. মনির হোসেন, আমির মাহমুদ খসরু রাজু, মো. আলম, মোহাম্মদ ইসমাইল সরকার, আনোয়ার হোসেন রনি, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আজগর হোসেন, মুরাদ, সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন, রমজানে ভেজাল ও মানহীন ইফতার খেয়ে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। চট্টগ্রামে পথে ঘাটে ওরশ বিরিয়ানির নামে বাণিজ্য হচ্ছে কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গে না। তারা শুধু সরকারি–বেসরকারী বরাদ্ধ পেলেই কার্যক্রম করতে পারে। তাই ভোক্তা হিসাবে আমাদের অধিকার আদায়ে আমাদেরকে সংগঠিত হয়ে, আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। জুলাই আন্দোলনের কোমলমতি শিশুরা যেভাবে দেশকে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত করেছে, ঠিক একইভাবে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের কবল থেকে মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।