ভেজাল খাই
ভেজাল গাই।
ভেজাল বলি
ভেজাল চলি।
ডুবে আছি ভেজালে,
খাঁটি সরিষার তেলে কেন?
পাম অয়েল মেশালে?
চালে কেন ধান থাকেনা?
থাকে পেরেক, পাথর,
চিংড়ির মাথায় জেলি কেন?
এই শোকে আমি কাতর।
আম, কলা পাকাতে কেন,
দিতে হয় ফরমালিন?
কেন বাংলিশে চ্যাটিং করা,
চলাকলায় নয় শালীন।
ঔষধে ভেজাল দিয়ে যারা,
মানুষ করে খুন,
ক্রসফায়ারে দেয়া হোক তাদের,
শাস্তির মেয়াদ হোক দ্বিগুণ।