ভেঙ্গে দেওয়া হলো চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কমিটি

এডহক কমিটি গঠনের নির্দেশ ক্রীড়া মন্ত্রণালয়ের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০২ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। দেশের এই পট পরিবর্তনের পর সর্বক্ষেত্রে শুরু হয়েছে পরিবর্তনের ধারা। যাতে বাদ যাচ্ছেনা দেশের ক্রীড়াঙ্গনও। গতকাল পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরপরই ভেঙ্গে দেওয়া হয়েছে দেশের সকল বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল জানানো হয় “দেশের ক্রীড়া সংস্থা সমুহের কার্যক্রম সুষ্ট, সক্রিয়, সচল, নির্বিঘ্ন” রাখার প্রয়োজনে বিদ্যমান আইন মোতাবেক সরকারের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কমিটি, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দেওয়া হলো। পরবর্তীতে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

এর ফলে সারা দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার মত চট্টগ্রামের সংস্থা সমুহের কমিটিও বিলুপ্ত হয়ে গেল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এ নিয়ে দ্বিতীয়বারের মত এডহক কমিটির তত্ত্বাবধানে চলে যাচ্ছে। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তখনকার কমিটি ভেঙ্গে দিয়ে ১৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। আর সে কমিটি গঠনের ৯০ দিনের মাথায় অনুষ্ঠিত হয় নির্বাচন। এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায় প্রথমবারের মত এডহক কমিটি হচ্ছে। অথচ এই সংস্থাটির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী মাসের মাঝামাঝিতে। এরই মধ্যে নির্বাচনের তফশিলও ঘোষণা করা হয়েছিল। ঘোষিত শিড়িউল অনুযায়ী গত ৮ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা আর হয়ে উঠেনি। এখন তাদের কমিটিও ভেঙ্গে দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে এডহক কমিটি গঠনের। একইভাবে বিভাগীয় এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার কমিটিও ভেঙ্গে দেওয়া হয়েছে । এখন সেখানেও গঠিত হবে এডহক কমিটি। যদিও চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পদত্যাগ করেছেন অনেক আগেই। তবে সেটা প্রকাশ করা হয়নি। এখন এই সংস্থা দুটিতেও গঠন করা হবে এডহক কমিটি। পাশাপাশি চট্টগ্রাম জেলা সবকটি উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা মহিলা ক্রীড়া সংস্থাও বিলুপ্ত করা হয়েছে। সেখানেও গঠিত হবে এডহক কমিটি। এদিকে গত কয়দিন ধরে বেশ আলোচনা হচ্ছিল দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। কারন দেশের সবকটি প্রতিষ্ঠানেই আনা হচ্ছিল পরিবর্তন। শেষ পর্যন্ত ভেঙ্গেই দেওয়া হলো সবগুলো কমিটি। এখন দেখার অপেক্ষা কারা আসেন এডহক কমিটিতে।

পূর্ববর্তী নিবন্ধতামিমকে আরও দুই-তিন বছর খেলায় দেখতে চান ফারুক
পরবর্তী নিবন্ধদেশ ও দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই নতুন বিসিবি সভাপতি ফারুকের প্রথম কাজ