ভেঙে যাওয়া স্থানে নতুন স্ল্যাব

আজাদীতে ছবি প্রকাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ৯:৩৪ পূর্বাহ্ণ

নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে নালার উপর ভেঙে যাওয়া স্ল্যাবটির জায়গায় নতুন স্ল্যাব বসিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্য দিয়ে ঝুঁকিমুক্ত হলো ওই এলাকা। গতকাল দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ভাঙা স্ল্যাবটি নিয়ে একটি ফটো ফিচার প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। এরপর নতুন স্ল্যাব বসানো হয়।
প্রশাসকের ব্যক্তিগত সহকারী স্বরূপ দত্ত রাজু আজাদীকে বলেন, আজাদীতে ছবি দেখেই তাৎক্ষণিকভাবে নতুন স্ল্যাব বসানো হয়েছে। প্রশাসক মহোদয় জনস্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের ছবি প্রকাশের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে নগরীর সমস্যার চিত্র এভাবে তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাক্ষী দিতে যাওয়ার পথে প্রাণ গেল এসআইয়ের
পরবর্তী নিবন্ধ‘ধর্ষিতা’ নয় ধর্ষণের শিকার