মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের কাজী গ্রাম ও মুন্সি গ্রামের সংযোগ সড়কে ইছাখালী খালের ওপর নির্মিত সেতুটি কয়েক বছর ধরে ভেঙে পড়ে আছে। এতে করে ভোগান্তিতে পড়েছে এই সংযোগ সড়কে চলাচলরত শতাধিক মানুষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ইছাখালী ইউনিয়নের আবুরহাট-ঝুলনপোল সড়কের পাশে ১ ও ২ নং ওয়ার্ডের নুরুজ্জামান হাজী বাড়ি সংলগ্ন ইছাখালী খালের ওপর নির্মিত সেতুটির দুপাশ দেবে গিয়ে ভেঙে পড়ে আছে। সেতুর মাঝখানে ফাটল সৃষ্টি হয়েছে। এতে করে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যান চলাচলসহ জনচলাচলে কয়েকটি গ্রামের সহস্র মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উক্ত সেতুর সড়ক দিয়ে চলাচলকারী সাইকেল চালক হুমায়ুন মিয়া (৩৪) বলেন, দুপাশের রাস্তা সাইকেল চালিয়ে এলেও সেতুতে এলে সাইকেল আমার উপর চড়ে। সাইকেলটি দুহাতে আলগে ও ঠেলে-ঠুলে পার হতে হয়। আবুরহাট বা পাশের যেকোনো এলাকায় যেতে এই সেতুর জন্য সবাই কষ্ট করতে হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ১০ বছর আগে ব্যাক্তি উদ্যোগে নির্মিত সেতুটি খাল খননের সময় দুপাশের মাটি দেবে গিয়ে ভেঙে পড়ে। ফলে এটি ঝুঁকিপূর্ণ সেতুতে রূপান্তরিত হয়েছে।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, জনগুরুত্বপূর্ণ সেতুটি যথাযথভাবে নির্মাণ না করায় এবং খাল খননের ফলে ভেঙে পড়েছে। এটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। শীঘ্রই সেতুটি নির্মাণ করা হবে।