ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে কুমিরা ঘাটের নবনির্মিত লোহার ব্রিজটি ভেঙে গেছে; সাথে মূল জেটির অগ্রভাগের ঝুকিপূর্ণ অংশও ভেঙে যায়।
চট্টগ্রামের সাথে সন্দ্বীপের যোগাযোগের অন্যতম নৌরুট কুমিরা-গুপ্তছড়া। এই রুটে কুমিরা প্রান্তে জেটির অগ্রভাগ ভেঙে যাওয়ায় গত তিন মাস আগে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে পুরাতন জেটির সাথে সংযুক্ত করে বিকল্প লোহার ব্রিজ নির্মাণ করা হয়। সিত্রাংয়ের আঘাতে নবনির্মিত লোহার ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়বে সন্দ্বীপের যাত্রীরা। বিআইডব্লিউটিএর চট্টগ্রামের বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নয়ন শীল দৈনিক আজাদীকে জানান, দ্রুত লোহার ব্রিজটি মেরামত করা হবে। এর জন্য বাজেট বরাদ্দসহ আনুষঙ্গিক কাজ এগিয়ে নিয়ে ব্রিজটি পুনরায় যাত্রীদের চলাচলের উপযোগী করে চালু করতে প্রায় এক মাস লাগতে পারে। এছাড়া মূল জেটির সংস্কারের জন্য বাজেট বরাদ্দ হয়েছে জানিয়ে তিনি বলেন, শীঘ্রই জেটির মেরামতের কাজ শুরু হবে।