ছেলে হৃদয় কলেজে পড়ে। তাকে নিয়ে পরিবারে ছিল অনেক স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হবে না কোনো দিন। ১৩ দিন আগে নিখোঁজ হওয়া হৃদয় ফিরে আসবে এই আশায় ছিলেন তার মা মানাহিদা আকতার। গতকাল সোমবার ছেলের কঙ্কাল উদ্ধারের কথা জানতে পারার পর তার আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
হৃদয়ের বাবা রাস্তার পাশে বসে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে বলেছেন, আমার পরিবারে হৃদয় ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাকে কলেজে ভর্তি করিয়ে স্বপ্ন দেখেছিলাম, অনেক বড় স্বপ্ন। কিন্তু সন্ত্রাসীরা আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই।
হৃদয়ের বাবা একজন ট্রাক চালক, বর্তমানে অবসর জীবন যাপন করেন। হৃদয় কলেজে পড়াশোনার পাশাপাশি মুরগির খামারে চাকুরি করে যা রোজগার করতেন তা সংসারে যোগান দিত। তার ছোট ভাইটিও বুদ্ধিপ্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছেন।