১৯৮৪ সালে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির গণহত্যায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।
গতকাল সোমবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান নেতারা। এ সময় বক্তারা পাহাড়ে আঞ্চলিক দল জেএসএস ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানান।
কাজী মোহাম্মদ জালোয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহসভাপতি আমির মো সাবের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, মোরশেদা আক্তার, মনিকা আক্তার, হাবিব আজম, মো. মামুন, মো. তাজুল ইসলাম।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, ভূষণছড়ায় গণহত্যাসহ পাহাড়ে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল সোমবার বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি কাজী মুজিবুর রহমান। মোহাম্মদ তারু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন- মোহাম্মদ রুহুল আমিন, মো. নাছির উদ্দীন, মো. নুরুল আফসার, মোহাম্মদ মিজান, এরশাদ চৌধুরী, মো. শাহ জালাল, মোহাম্মদ হোসেন সম্রাট।