ভূমি হস্তান্তর না করা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ ইউএনওর

আনোয়ারায় পাইপ লাইন নির্মাণ।। ভূমি অধিগ্রহণের টাকা না পেয়ে আত্মহত্যা চেষ্টা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

আনোয়ারায় বোয়ালিয়া গ্রামে ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় আগে বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়াকে কেন্দ্র করে মো. আবছার নামের এক ব্যক্তি আত্মহত্যা চেষ্টার ঘটনাস্থল গতকাল বুধবার দুপুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি হস্তান্তর না করা পর্যন্ত পাইপ লাইন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সেই ক্ষতিগ্রস্ত আবছারের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া স্থানীয় ক্ষতিগ্রস্তদের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতি পূরণ পাওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, ঘটনাটি দুঃখ জনক। আমি এ বিষয়ে অবগত হয়ে ঘটনাস্থল পরির্শন করি। আবছারের পরিবারের সাথে কথা বলে জানতে পারি গত ৭ মার্চ তারা ক্ষতিপূরণের ৪ লাখ ৭৭ হাজার ৮৭২ টাকার চেক গ্রহণ করেন কিন্তু এখনো টাকা উত্তোলন করতে পারনেনি বলে জানায়। তাই ক্ষতিগ্রস্ত পরিবার টাকা না পাওয়া পর্যন্ত অধিগ্রহণকৃত ভূমির সীমানা প্রাচীর না ভাঙার জন্য ঠিকাদারের লোকজনকে অনুরোধ জানায়। কিন্তু ব্যর্থ হয়ে পরবর্তীতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে আবছার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের কোন কিছু না জানিয়ে কাজ করছিল। তারা আমাদের বিষয়টি জানালে আজকের এ পরিস্থিতি হতো না। এ ছাড়া ঠিকাদারকে কাজ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণকৃত ভূমি এখনো হস্তানান্তর করা হয়নি। তাই চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভূমির দখল হস্তান্তর না করা পর্যন্ত পাইপ লাইন নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুসারে কাজ বন্ধ রাখা হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত আবছারের পরিবারকে আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এসময় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আবছারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে আটক ৬ জেলে দেশে ফিরল ৩৭ দিন পর
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগের থেমে থেমে সংঘর্ষ