ভূমি রেজিস্ট্রেশনে বিদ্যমান সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে

মতবিনিময়কালে আইজিআর কাজী আবদুল হান্নান

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) কাজী আবদুল হান্নান বলেছেন, ভূমি রেজিস্ট্রেশনে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গত অর্থ বাজেটে অতিরিক্ত উৎস করের কারণে বর্তমানে ভূমি রেজিস্ট্রেশনে স্থবিরতা, নানা জটিলতা এবং সকল ধরনের জনভোগান্তি নিরসন করে রেজিস্ট্রেশন বিভাগকে জনবান্ধন প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

তিনি গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং স্মারকলিপি গ্রহণকালে একথা বলেন। চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. আকবর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম সফররত নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে চট্টগ্রামে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও জনহয়রানির কথা তুলে ধরেন। দলিল লেখকেরা উৎস কর ও ভ্যাটের বিষয় নিয়ে বিড়ম্বনার বিষয়ে জানালে আইজিআর বলেন, জাতীয় রাজস্ব বোর্ড যদি না চায় আমরা কেন উৎস কর ও ভ্যাট চাইব। তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. আকবর আলী, নিজাম উদ্দিন খান, ফরিদুল ইসলাম চৌধুরী, মো. ফখরুদ্দিন, হাসান মুনসুর, আবু সুফিয়ান, সানু বিশ্বাস চন্দন, মো. সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, মো. আকবর, সিরাজুল ইসলাম হৃদয়, মো. ওসমান, মো. আবু সৈয়দ, মো. শাহজাহান, মো. কামাল উদ্দিন, সুমন মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছর যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন এমপি হতে দৌঁড়ঝাপ করছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ‘প্রবীণ নাগরিক সম্মাননা’ প্রদান