চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সহজীকরণের জন্য সরকার একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। যাদের ভূমি আছে বা ভূমি ক্রয়–বিক্রয় করলে ভূমির নিবন্ধনের পাশাপাশি বিদ্যমান দখলে কে আছে, ভূমি কর কে দেবে এসব বিষয়গুলো সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের নিয়ম–নীতি অনুযায়ী যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগগুলো অনুসরণপূর্বক জেলা প্রশাসন দায়িত্বটুকু পালন করে। সেবাগ্রহীতার সাথে অত্যন্ত বিনয়ের সাথে নিজের মা–বাবার মত ব্যবহার করতে হবে, কোনোভাবেই মেজাজ হারানো যাবে না। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের কারণে আমরা এখন ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে খাজনা প্রদান, ই–নামজারীর আবেদন ও ভূমির অবস্থানসহ ভূমি সংক্রান্তে সকল ধরনের সেবা গ্রহণ করছি।
গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, ভূমি সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সেবা প্রদান করতে হবে। উপজেলা ভূমি কমিশনারদের প্রতি নির্দেশনা থাকবে এসি ল্যান্ড বা ভূমি অফিসের কেউ যেন কোন ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকে। জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজীব হোসেনের সঞ্চালনায় ভূমিসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মালেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) তানভীর আল–নাসীফ। প্রেস বিজ্ঞপ্তি।