ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে সরকার কিউআর কোড সংবলিত যে দাখিলা, খতিয়ান ও ডিসিআর দিয়ে থাকে, তা নকল করে প্রতারণার ঘটনা ঘটছে বলে সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়।
এমন প্রতারণা মোকাবিলায় সরকারি ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কিউআর কোড যাচাই করার আহ্বান জানিয়ে রোববার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত দাখিলা, খতিয়ান ও ডিসিআর–এর অনুরূপ কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল/ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। খবর বিডিনিউজের।
এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরিস্থিতি মোকাবিলা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ‘ভূমি’ নামে অ্যাপ চালু করেছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস–উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর–এ প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন এবং ‘ভূমি’ অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কিউআর কোড যাচাইয়ের সময় কোনো অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা দেখা গেলে কিংবা প্রদর্শিত তথ্য ভুয়া বলে সন্দেহ হলে দ্রুত হটলাইনে নম্বরে (১৬১২২) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি কর বা খাজনা আদায় করে যে রশিদ দেওয়া হয় সেটিই দাখিলা। ভূমি কর ছাড়া অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে রশিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলে। আর জরিপের মাধ্যমে মালিকানা সংবলিত ভূমির যে বিবরণ প্রস্তুত করা হয়, সেটিই খতিয়ান নামে পরিচিত।












