ভূমি অফিস হয়রানির শিকার হলে সরাসরি আমাকে জানাবেন-হাটহাজারী ইউএনও

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৬ মে, ২০২৫ at ১২:০৩ পূর্বাহ্ণ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে হাটহাজারীতে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে৷

রোববার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ ভূমি মেলার উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ভূমি সেবার সাথে সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক নিরলস ভাবে কাজ করছেন। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে তিনি সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এবং ইউএনও কে অবহিত করার আহ্বান জানান।

অফিস সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, খোরশেদ আলম শিমুল, বাবলু দাস,সূমন পল্লব,বোরহান উদ্দিন। সেবাপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সামশু উদ্দীন মো.ফারুক। এ সময় ও ভূমি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপি এ মেলায় সেবা প্রার্থীদের সহযোগীতার জন্য উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্টল স্থাপন করা হয়েছে। উক্ত সেবা প্রদান স্থানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টারও ছাঁটানো হয়েছে।

জানা গেছে, জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনাসহ ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হবে মেলায়। তাছাড়া ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে সেবা প্রার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করা হবে বলেও জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন