ভূমি অফিসের দুর্নাম দূর করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান।
গত শনিবার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার বর্ষপূতি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি জি. এম. জহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মুহাং জয়নাল আবেদীন, সহ–সভাপতি মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত মহাসচিব মোঃ কামাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ লতিফ মিয়া গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়দুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক (বাচ্চু), মোহাম্মদ আবদুল কাদের, মোহাম্মদ নুরুল আজিম, মোহাম্মদ সাহেদ, মোঃ সফদার আলী, মোঃ মাহাতাব মাহমুদ, মোঃ হামিদ খান, মোঃ আবুল কাশেম খান, মোঃ আবদুল মতিন, মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম (বাচ্চু) ও সাংগঠনিক সম্পাদক প্রবাল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।