ভূমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন। এর আগে মো. সেলিম আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার অধীন ভূমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে আড়াই কোটি ৬৫ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৯ সালের ৮ নভেম্বর দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে গোপনীয় শাখার সাবেক চেইনম্যান নজরুল ইসলাম ও অফিস সহায়ক মো. তসলিম উদ্দিনকে আসামি করা হয়। গত ৩০ জুন এ মামলায় চার্জশিট দাখিল করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. আতিকুল আলম। এতে মোট পাঁচজনকে আসামি করা হয়। তারা হলেন, চেইনম্যান নজরুল ইসলাম, অফিস সহায়ক মো. তসলিম উদ্দিন, ইউসিবিএল ব্যাংক মুরাদপুর শাখার সাবেক অপারেশন ম্যানেজার মো. ইব্রাহীম মিয়া, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. সেলিম ও নগরীর উত্তর কাট্টলী এলাকার মুকিম তালুকদার বাড়ীর বাসিন্দা মো. নাছির আহমেদ। পিপি বলেন, দুদকের দেওয়া চার্জশিটটি গত ২৮ সেপ্টেম্বর আমলে গ্রহণ করে আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আসামি মো. সেলিম আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদনটি করেন।