আটকে থাকা বাস-টার্মিনাল প্রকল্পের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের উদ্যোগ নেয়া হবে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র।
জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুলগাঁওয়ে টার্মিনাল নির্মাণে এক হাজার ২৯ কোটি ৯৭ লাখ টাকায় একটি প্রকল্প গ্রহণ করে। ২০১৮ সালের ১১ অক্টোবর অনুমোদিত প্রকল্পটি আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। প্রকল্পের জন্য প্রয়োজন সাড়ে ৮ দশমিক ১০ একর ভূমি। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ খাতে অর্থ চট্টগ্রাম জেলা প্রশাসককে জমা দিয়েছে চসিক। তবে এখন পর্যন্ত ভূমি বুঝিয়ে দিতে পারেনি।
এ বিষয়ে চসিকের প্রধান প্রকৌশলী মে. রফিকুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, স্থানীয়রা মেয়র মহোদয়কে জানিয়েছেন জমির শ্রেণির পরিবর্তন হয়েছে। নাল জমি থাকলেও ডোবা শ্রেণির করা হয়েছে। এতে তারা ক্ষতিপূরণ কম পাবেন। বিষয়টি নিয়ে মেয়র মহোদয় ভূমি মন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন।