ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রীর সার্সনরোডস্থ বাসভবনে এক মতবিনিময়ে মিলিত হন।
মা ও শিশু হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ডা. সাখাওয়াত জামান আদর, ডা. তন্ময় ধর, ডা. জিহান ঊদ্দীন, ডা. সরঞ্জিত ধর, ডা. সুপ্রকাশ মজুমদার, ডা. নবোদিত নন্দী, ডা. নাফিস খান রিয়ান প্রমুখ।
মতবিনিময়ে ভুমিমন্ত্রী এমপি ইন্টার্ণ চিকিৎসদেরকে যথাযথভাবে ইন্টার্নি কোর্স সম্পন্ন করে পেশাগতভাবে সফল মহওয়ার আহবান জানান। সাথে সাথে মানবিক চিকিৎসক হিসেবে দেশের মানুষের চিকিৎসা সেবায় ভুমিকা রাখারও পরামর্শ দেন। এছাড়া মন্ত্রী ইন্টার্ণ চিকিৎসকদের পেশাগত বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।












