ভূমিধস ঠেকাতে প্রয়োজন সচেতনতা

হাটহাজারীতে কর্মশালায় বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভূমি ধসে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বর্ণমালা কমিউনিশনের তত্ত্বাবধানে মাহমুদুল হাসান ও পার্থ সিংহ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেনটেশন করেন ডা. তাসলিমা আকতার। বক্তব্য রাখেন ডা. খালেদ বিন ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সাহানাজ আকতার প্রমুখ। ‘পাহাড়ি ঢালে বসবাস, ডেকে আনে সর্বনাশ’ এই প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, অতিবৃষ্টি, ভূমিকম্প, মাটিখেকোদের পাহাড় কর্তন, পাহাড়ি এলাকায় গড়ে ওঠা ইট ভাটা, অবৈধ বসতি ও অপরিকল্পিত অবকাঠামো স্থাপন ও নির্বিচারে বৃক্ষ নিধনের কারনে দেশে ভূমি ধস হয়ে থাকে। মূল কথা হলো ভূমিধস ঠেকাতে প্রয়োজন লোকজনকে সচেতন করে গড়ে তোলা। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথাযথ ভূমিকা রাখতে হবে। মসজিদের ঈমাম মোয়াজ্জিম, ধর্ম গুরুদের প্রত্যেক অনুষ্ঠানে লোকজনকে এ বিষয়ে সচেতন করতে হবে বলে সভায় উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের সাথে কারের ধাক্কা, লাফিয়ে প্রাণে বাঁচল ড্রাইভার
পরবর্তী নিবন্ধকোয়ান্টাম কম্পিউটিশন এবং ফিউশন এনার্জি নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে