ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে সিডিএর কর্মশালা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবেলায় ভবনের নিরাপত্তা জোরদার করতে কারিগরি করণীয় নির্ধারণ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক ভিসি ও অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। কর্মশালার উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। উপস্থিত ছিলেন বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী, নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, স্থপতি ফারুক আহমেদ, প্রকৌশলী জামিলুর রহমান, সার্বক্ষণিক বোর্ড সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরী, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আহমেদ আনোয়ারুল নজরুল। সিডিএর স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ ছাড়াও চট্টগ্রাম শহরে ভবন নির্মাণের সাথে যুক্ত সর্বস্তরের প্রকৌশলী স্থপতি নগর পরিকল্পনাবিদগন এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও প্রকৌশলী ইনস্টিটিউটের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। এতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, কাঠামোগত দুর্বলতা নিরূপণ এবং নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভূমিকম্পের সময় ভবনের আচরণ, রেট্রোফিটিং বিল্ডিং কোড অনুসরণ, প্রস্তুতি বিষয়ে প্রযুক্তিগত ধারণা প্রদান করা হয়। চট্টগ্রাম ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ভবন নির্মাণ স্থপতি, প্রকৌশলী ভবনের মালিক একসাথে কাজ করতে হবে বলে উল্লেখ করে বলা হয় যে, ভবনের মালিক ও বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সিডিএ’র ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিডিএর প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, স্থপতিদের জন্য ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের বিষয়ে আরো প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও সিডিএ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান
পরবর্তী নিবন্ধরাউজান ঊনসত্তর পাড়ায় যুবক গুলিবিদ্ধ