ভূমিকম্পে ভেঙে পড়া ভবন নিয়ে তদন্ত তুরস্কে ১১৩ গ্রেপ্তারি পরোয়ানা

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

তুরস্কে গত সোমবারের ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোর নির্মাণকাজ নিয়ে ওঠা প্রশ্নের মুখে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভবনগুলো ভেঙে পড়ার জন্য দায়ী সন্দেহে ১১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিবিসি জানায়, ভবনগুলোর ঠিকাদারদেরসহ অন্তত ১২ জনকে এরই মধ্যে কাস্টডিতে নিয়েছে তুরস্কের পুলিশ। আরও অনেককেই গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আঙ্কারায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পে তুরস্কের ১০ টি প্রদেশে হাজার হাজার ভবন ভেঙে পড়ার জন্য দায়ী সন্দেহে এখন পর্যন্ত ১৩১ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যেই ১১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবর বিডিনিউজের।

আমরা প্রয়োজনীয় বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পদক্ষেপ জারি রাখব। বিশেষ করে যে ভবনগুলো প্রচুর ক্ষতির শিকার হয়েছে এবং যেগুলো ভেঙে পড়ে মানুষ হতাহত হয়েছে সেগুলো নিয়ে, বলেন তিনি। আইন মন্ত্রণালয় ভূমিকম্পবিধ্বস্ত এলাকায় ভূমিকম্প অপরাধ তদন্ত ব্যুরো গঠন করেছে। ভবন ধসে পড়ে মানুষ হতাহতের ঘটনা তদন্ত করে দেখবে ব্যুরো। এরদোয়ান ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ধীরগতি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরদোয়ান নিজেও কিছু ভুল হওয়া এবং সরকারি পদক্ষেপে ঘাটতির কথা স্বীকার করেছেন। তবে তিনি একটি দুর্গত এলাকা পরিদর্শনের সময় দুর্যোগের জন্য ভাগ্যকে দোষারোপ করে বলেছেন, এ ধরনের ঘটনা সবসময় ঘটেছে। এটি নিয়তির অংশ।

পূর্ববর্তী নিবন্ধএবার কানাডার আকাশ থেকে অজ্ঞাত বস্তু গুলি করে নামাল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধসিসিপিএ দাবার সমাপনী আজ