ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

| শনিবার , ২৬ জুন, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। গত বৃহস্পতিবার (২৪ জুন) রাতে তাদের উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় মোট ২৬৭ জন নাগরিককে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি, আর তিনজন মিশরীয় নাগরিক। খবর বাংলানিউজের।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য নৌকাযোগে পাড়ি দিয়েছিলেন এসব নাগরিক। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড। লিবিয়া থেকে ইউরোপে অবৈধভাবে প্রবেশে প্রাতনিয়ত নৌকাযোগে পাড়ি দেয় অভিবাসী প্রার্থীরা। প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হন।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতার শেষ প্রান্তে করোনা!
পরবর্তী নিবন্ধমোমিন রোডে ট্রান্সফরমারে আগুন