ভূমধ্যসাগরে নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধারের কথা জানাল রাশিয়া

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ রাতের বেলা ভূমধ্যসাগরের একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ইয়ট ধরনের জলযান আভালন থেকে থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়। বিবৃতিতে বলা হয়েছে, গোর্শকোভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান চালায় এবং গ্রিস ও জার্মানির পতাকাবাহী জলযানটির যাত্রীদের চিকিৎসা সহায়তা দেয়, এরপর তাদের কলিমনোস দ্বীপের উপকূলে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়। খবর বিডিনিউজের।

তবে ওই বিবৃতিতে যাত্রীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা তারা কোনো দেশের নাগরিক তা জানানো হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকোভ রাশিয়ার নেতৃত্বস্থানীয় যুদ্ধজাহাজগুলোর অন্যতম এবং আগে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েনে ব্যবহৃত হয়েছে। ঘটনার সময় জাহাজটি কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার হয়নি। গত বুধবার গভীর রাতে ভূমধ্যসাগরের গ্রিসের উপকূলে নারী ও শিশুসহ প্রায় ৭৫০ জন পাকিস্তানি, মিশরীয় ও সিরীয় অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়, এতে কয়েকশ মানুষ ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করে না: ব্লিঙ্কেন
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনায় তিনশরও বেশি পাকিস্তানির মৃত্যু