ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার এক প্রতিবেদনে আলজাজিরার এতথ্য জানিয়েছে। জানা গেছে, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত। রোববার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া নৌকার ১১ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে মরক্কো জানিয়েছে সোমবার পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। খবর বাংলানিউজের।

তারা সেনেগালের নাগরিক। বেশ কয়েক বছর ধরে তিউনিসিয়া থেকে নৌপথে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে। বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য প্রাণহানি ঘটছে। তবুও থেমে নেই ভয়ংকর এই সমুদ্রযাত্রা। ভাগ্যান্বেষণের জন্য প্রতিবছর এই রুট ব্যবহার করছে অনেক আফ্রিকান।

পূর্ববর্তী নিবন্ধকারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ইমরান খানের
পরবর্তী নিবন্ধমোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব বিরোধীদের