ভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনায় তিনশরও বেশি পাকিস্তানির মৃত্যু

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় তিনশরও বেশি পাকিস্তানি মারা গেছেন বলে দেশটির সেনেটের চেয়ারম্যান জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে মুহম্মদ সাদিক সানজরানি এ সংখ্যা প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, খবর সিএনএনের। বিবৃতিতে সানজরানি বলেন, ওই বিদেহী আত্মারা চির শান্তি পাক। এই বিধ্বংসী ঘটনাটি মানব পাচারের মতো ঘৃণিত কাজের নিন্দা ও এর সুরাহা করার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা মানব পাচারকারীদের চিহ্নিত করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন এবং তার ঘোষণা অনুযায়ী সোমবার পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। খবর বিডিনিউজের।

ওই ভয়াবহ নৌকাডুবির ঘটনায় কতোজন পাকিস্তানির মৃত্যু হয়েছে গ্রিসের কর্তৃপক্ষ এখনও তা নিশ্চিত করেনি। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নারী ও শিশুসহ প্রায় ৭৫০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী মাছ ধরার নৌকাটি গত বুধবার দুপুররাত ১টার পর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমধ্যসাগরে ডুবে যায়। ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়।

ওই নৌকার আরও ৫০০ জনের মতো আরোহী এখনও নিখোঁজ বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তর। বেঁচে যাওয়া আরোহীদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মাছ ধরার নৌকাটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০০ পাকিস্তানি, ২০০ মিশরীয় ও ১৫০ জন সিরীয় ছিলেন।

তিনি বলেছেন, তারা (পাচারকারীরা) লোকজনকে ইউরোপের পাঠাচ্ছে না, মৃত্যুর কাছে পাঠাচ্ছে। এটিই তারা করছে আর তাদের প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।

পূর্ববর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধারের কথা জানাল রাশিয়া
পরবর্তী নিবন্ধটাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ‘ট্যুরিস্ট সাবমেরিন’ নিখোঁজ