আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদের সভাপতিত্বে গত ১৬ নভেম্বর সেমিনার অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সেমিনার কক্ষে আয়োজিত এই সেমিনারে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ প্রধান অতিথি ছিলেন। সেমিনারে দুইটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথমে নরওয়ের এগদার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের অধ্যাপক জোয়ায়ো লিয়ল ‘আন সারটেইনটি অব হান্ড্রেড ইয়ার ফ্লাড লেভেলস আন্ডার ক্লাইমেট চেঞ্জ সিনারিওস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এর পরে একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভন খাং হুইন ‘ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন ফর ইলেকট্রিফাইড ট্রান্সপোরটেশন সিস্টেমস: চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস’ বিষয়ে তাঁর প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণেই ভূ–পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির ফলে দেশের বন্যা নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। জনগণের অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে গ্রিন হাউজ প্রভাবের ফলে বিশ্বে যে কোনো সময়ের তুলনায় এখন ভূ–উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে খরা, পানি স্বল্পতা, লবণাক্ততা, অগ্নিকাণ্ড, বরফ গলা ও প্রবল ঘূর্ণিঝড়সহ সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপনের জন্য দুই বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলীকে ধন্যবাদ জানান। এর আগে কেন্দ্রের কারিগরি আলোচনা ও সেমিনার উপ–কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম মূল প্রবন্ধকারদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, প্রকৌশলী ইউসুফ শাহ সাজু, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম ও ড. প্রকৌশলী রুবেল সেন গুপ্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রবীর কুমার সেন, কারিগরি আলোচনা ও সেমিনার উপ–কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলী কর্মকর্তাবৃন্দ, কাউন্সিল সদস্যগণ এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধকারদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ ও কেন্দ্রের পক্ষ থেকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।