‘ভূত ভূত’ চিৎকার করে জ্ঞান হারায় ২ ভাই, হাসপাতালে মৃত্যু

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

হবিগঞ্জে ‘ভূত ভূত’ বলে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলার পর হাসপাতালে মারা গেছে চার ও তিন বছর বয়সী দুই ভাই। চিকিৎসকরা বলছেন, খাবারের ‘বিষক্রিয়ায়’ ওই দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩) হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর এলাকার ট্রাক্টর চালক আক্তার হোসেনের ছেলে। খবর বিডিনিউজের।

গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সদর থানার থানার ওসি গোলাম মর্তুজা জানান। শিশুদের মা ববিতা আক্তার বলেন, শনিবার রাতের খাবার খেয়ে তার দুই ছেলে ঘুমিয়ে পড়েছিল।

সকালে ঘুম থেকে উঠেই দুই ভাই কুল খায়। এরপর দুইজন হঠাৎ ভূত ভূত চিৎকার করে বাইরে থেকে দৌড়ে ঘরে ঢুকে আমাকে আর ওদের বাবাকে জড়িয়ে ধরে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই দম্পতিসহ নিহত ৫
পরবর্তী নিবন্ধব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে : এবিবি