ভূতের ছানা লক্ষী সোনা
মায়ের কথা শুনে,
রাত্রিবেলা গাছের ডালে
তেঁতুল পাতা গুনে।
ছানা একদিন মাকে বলে
যাব আমি ইস্কুল,
শিখবো ছড়া, বর্ণমালা
গিয়ে নদীর কূল।
রোজ দেখি সব শিশু
ব্যাগ কাঁধে যাই,
মা আমি তাদের সঙ্গে
ইস্কুল যেতে চাই।
ভূতের মা ছানাকে বলে
আমরা যে ভূত,
ইস্কুলে কেবলমাত্র পড়ে
মানুষেরই পুত।