ভূজপুর সিংহরিয়া খেলোয়াড় সমিতির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ভূজপুরে সিংহরিয়া খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকালে ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় টাইব্রেকারে পাগলীছড়ি আলোর প্রতীক ৫-৪ গোলে দ্যা কিং সিংহরিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট তরুন কিশোর দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আবুল বশর। খেলার উদ্বোধক ছিলেন ভূজপুর থানার সাব ইন্সপেক্টর জয়নাল আবেদিন। প্রধান আলোচক ছিলেন সাব ইন্সপেক্টর প্রবীণ দেব। খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন, এডভোকেট টিটু কুমার দেব, এডভোকেট আইয়ুব আলী, এডভোকেট মঈন উদ্দীন। বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল আজিজ নূর, বুলবুল দে, টিটু কুমার দে, প্রবাসী অপু দে, আশীষ দে, দুলাল দে, তাজল, আশরাফ, নাঈম, ইলিয়াস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘সন্তান’কে নাকফুল উপহার দিলেন পরীমনি
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব