‘পুরনো বন্ধু, হারানো দিন, স্মৃতির ছবিরা আজও রঙিন’ এ প্রতিপ্রাদ্য নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ। দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো।
গতকাল শনিবার কলেজ মাঠে বসেছিল ১৯৬৭–২৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা। ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাক্তন শিক্ষার্থীরা এ মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করে। র্যালি এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ফটিকছড়ির মানুষ বড় মনের পরিচয় দিয়ে থাকে। আমি আশা করবো এ মিলনমেলার পর প্রাক্তন শিক্ষার্থীরা সমাজে ভাল কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর অনুরোধ জানানও অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক লক্ষীবিন্দু ধরের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন– চবি প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন,পেশাগত জীবনে শুধুমাত্র অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সাথে নিজেকে দেশের সেবক মনে করে কাজ করতে পারেন, তাহলে সম্মান এবং ঐশ্বর্য দুটোই অর্জন করতে পারবেন। সকলে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিন, এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার মোহাম্মদ ইব্রাহীম। র্যালি ও বিভিন্ন কর্মসূচি এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়াও শিশুদের জন্য ছিল শিক্ষামূলক প্রতিযোগিতা ও বিশেষ আয়োজন। মিলনমেলায় মোটিভেশান বক্তব্য রাখেন শোয়াইফ উল্লাহ।