ভূজপুর গার্লস হাইস্কুলে বিজ্ঞানাগারে রোটারী ক্লাব গ্রেটার চিটাগাংয়ের সামগ্রী প্রদান

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে ফটিকছড়ির ভূজপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানাগারে এক লক্ষ টাকা মূল্যের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। গত ২৬ আগস্ট রাতে ক্লাব প্রেসিডেন্ট জামাল উদ্দিন সিকদারের পক্ষ থেকে এ সামগ্রী হস্তান্তর করেন দৈনিক আজাদী সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক। স্কুলের পক্ষে সামগ্রী গ্রহণ করেন ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম এইচ শাহজাহান চৌধুরী শিপন ও স্কুলের পরিচালক মুরাদুল ইসলাম। এ সময় রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান ও গ্রেটার চিটাগাং প্রেসিডেন্ট জামাল উদ্দিন সিকদারসহ ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে ছুরিসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধসেরাদের সেরা হতে চান শুভ