ফটিকছড়ি উপজেলার ৪নং ভুজপুর ইউনিয়ন বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলন গত ২ জানুয়ারি ইউপি পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে এক আলোচনা সভা মাহবুবুল আলম আজাদের সভাপতিত্বে ও ডা. আবুল কালাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। উপস্থিত ছিলেন ইদ্রিচ মিয়া ইলিয়াছ, নুরুল ইসলাম তালুকদার, আজিজ উল্লাহ, জহির উদ্দীন বাবর, তাসলিমা আকতার মনি, মাহমুদুল হাসান দিলু, হাসান চৌধুরী দিপু, কুতুব উদ্দীন চৌধুরী, নুর মো. মিঠু, মেজবাহ উদ্দীন, আমিনুল ইসলাম পারভেজ, মোজাহার মিয়া, জয়নাল আজহার প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে নুরুল ইসলাম তালুকদার ও সাধারন সম্পাদক পদে ডা. আবুল কালাম রুবেলকে মনোনীত করা হয়।