ভূজপুরে র‌্যাবের অভিযানে মাদক কারবারীদের হামলা

শ্রমিক গুলিবিদ্ধ, ৫ র‌্যাব সদস্য আহত

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে বাগানে র‌্যাবের অভিযানে মাদক কারবারীদের হামলায় ৫ র‌্যাব সদস্য আহত ও একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। এসময় ১০/১২ চা শ্রমিক আহত হয় এবং র‌্যাব’র একটি অস্ত্র লুট হয়। এরপর রাতভর বাগানে অভিযান চালায় র‌্যাব-৭ ও ভূজপুর থানা পুলিশ। পরে মঙ্গলবার সকালে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেহেদী হাসান, হাটহাজারী সার্কেলের এএসপি মো. সাহাদাত হোসেন, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসৎসা দেয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় বারমাসিয়া চা বাগানে র‌্যাবের একটি টিম বাংলা মদ উদ্ধার অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে র‌্যাবের একটি সূত্র।
ঘটনার পর থেকে বন্ধ রয়েছে চা বাগানের যাবতীয় কার্যক্রম। মঙ্গলবার সকালে র‌্যাব ও পুলিশ বারমাসিয়া চা বাগানের ম্যানেজার জসিম চৌধুরী, সহকারী ম্যানেজার, ফ্যাক্টরি ম্যানেজার, পঞ্চায়েত সভাপতি সহ অন্তত ১০ ব্যক্তিকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছে চা বাগান সংশ্লিষ্টরা। গতকাল সকালে বারমাসিয়া চা বাগান সরেজমিন গিয়ে দেখা যায়, চা বাগানের সকল কার্যক্রম বন্ধ। কোন পুরুষ শ্রমিক দেখা যায়নি বাগান এলাকায়। দূরে দূরে বয়স্ক কয়েকজন নারীর দেখা মিলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে র‌্যাবের একটি টিম সাদা পোশাকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার নিয়ে বারমাসিয়া চা বাগানের কালীতলা পশ্চিমপাড়া এলাকায় বাংলা মদ উদ্ধারে অভিযান চালায়। তারা সেখান থেকে বিপ্লব নামে এক যুবককে আটক করে। গাড়িতে তোলার সময় বাগানের শত শত শ্রমিক জড়ো হয়ে বিপ্লবকে ছেড়ে দিতে বলে। তখন র‌্যাব সদস্যদের সাথে শ্রমিকদের বাকবিতন্ডা হয়।
এসময় কে বা কারা বাগানের ‘পাগলা ঘন্টা’ বাজিয়ে দেয়। এতে উত্তেজিত শ্রমিকরা র‌্যাবের মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা শটগান থেকে গুলিবর্ষণ করে। এসময় ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল (৩০) নামে র‌্যাবের একজন সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এসময় আবদুস ছালাম (৪২), মোস্তাফিজুর রহমান (৩২), শাহীন আলম (৩০), মোমিনুল হোসেন (২৯) নামের র‌্যাব সদস্য আহত হয়। মনতোষ (৫৫) নামে এক শ্রমিকও গুলিবিদ্ধ হয়। অজ্ঞাত আরো ১৫/২০ শ্রমিক আহত হয় বলে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেঙ সূত্র জানায়।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে আহত র‌্যাব সদস্যদের উদ্ধার, হাসপাতালে প্রেরণসহ সার্বিক সহায়তা করা হয়েছে। র‌্যাব’র পক্ষ থেকে গতকাল রাত ১০টা পর্যন্ত ভূজপুর থানায় কোন মামলা হয়নি।
এ ব্যাপারে র‌্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ বলেন, র‌্যাবের টিম চা বাগানের পাশে চোলাই মদের কয়েকটি কারখানা ধ্বংস করে ফেরার পথে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের পর র‌্যাবের গাড়িও ভাঙচুর করে মাদক কারবারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা শটগানের গুলি ছোঁড়েন। গুরুতর আহত র‌্যাব সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরের বিলুপ্ত ২১ খাল পুনরুদ্ধার হবে
পরবর্তী নিবন্ধএসএসসির ফল কাল